সিইসিসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সিইসিসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননাররুল জারি করেছেন হাইকোর্ট। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পুমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদেপ্রদত্ত ভোটের হিসেবে গরমিল প্রশ্নে হাইকোর্টের দেওয়া আদেশ প্রতিপালন না করায় আজ রবিবারবিচারপতি মামনুন রহমান বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেয়। আদালত অবমাননার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

সিইসি ছাড়া বাকি চার জন হলেন- ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার, চট্টগ্রামের জেলা প্রশাসকমোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাররিটার্নিং কর্মকর্তা রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ আলম।