শিল্পকলা ডিজির দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

শিল্পকলা ডিজির দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ওঠা নানাঅনিয়ম দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করতে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটিটিম। দুদকের জনসংযোগ শাখা থেকে তথ্য জানানো হয়েছে।

দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম সহকারী পরিচালক আফনান জান্নাতকেয়ার সমন্বয়ে টিম গঠন করা হয়েছে এবং পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তাহিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানা গেছে, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্নঅনিয়ম দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎসহ বিপুল পরিমাণঅর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে