মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে যা বললেন মোমেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে যা বললেন মোমেন
Momen

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি জে ব্লিনকেনকে ইংরেজি নববর্ষ উপলক্ষে দেয়া শুভেচ্ছা চিঠিতে গণতন্ত্র মানবাধিকার রক্ষায় বাংলাদেশ কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী . একে আব্দুলমোমেন। বরং কোথাও কোথাও আমেরিকার চাইতে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার বেশিসুসংহত রয়েছে বলে দাবী করেন  তিনি।

চিঠির প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন- আমরা বলেছি; ‘আমেরিকা পুলিশ মারলে বলেকিল ইন দ্যলাইন অব ডিউটি আর আমাদের দেশে মারলে বলে; এক্সট্রা জুডিশিয়ারি কিলিং। কিন্তু দুটোইহচ্ছে এক্সট্রা জুডিশিয়ারি কিলিং। আপনাদের ওখানেও (আমেরিকা) পুলিশ মেরে ফেলে। এখানেওমারে।

কিন্তু সংখ্যায় আপনাদের ওখানে তো বছরে হাজার খানেক মারে। আর আপনারা বলছেন যে; ১০বছরের কয়েকশলোক মেরে ফেলেছে। এগুলো হচ্ছে হাসির মতো খোরাক।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী গণতন্ত্র মানবাধিকারের কথা উল্লেখ করেন- ‘গণতন্ত্রের কারণেই বাংলাদেশস্বাধীন হয়েছে। আমাদের দেশের ভিত্তিটাই হচ্ছে গণতন্ত্রের জন্য। আর আমাদের দেশে গণতন্ত্র নতুননা। যখন আমেরিকা আবিষ্কৃত হয় নাই, সেই সিক্স সেঞ্চুরিতে আমাদের দেশে গণতান্ত্রিকভাবেসরকার গঠন করা হয়েছে। আপনার দেশে (আমেরিকা) ২৬ পার্সেন্ট লোক ভোট দেয় তাহলে বলেভালো ভোট হয়েছে। আর আমাদের দেশে ৭০-৮০ পার্সেন্ট ইজ নরমাল থিঙ্ক। আমাদের দেশেরপিপল আর ভেরি কনসার্স এবাউট দিস ইস্যুজ।