বিশ্বজুড়ে করোনা সংক্রমন বৃদ্ধি ,যুক্তরাষ্ট্রেই আড়াই হাজারের বেশি ফ্লাইট বাতিল

বিশ্বজুড়ে করোনা সংক্রমন বৃদ্ধি ,যুক্তরাষ্ট্রেই আড়াই হাজারের বেশি ফ্লাইট বাতিল
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে সংক্রমণ বৃদ্ধি এবং খারাপ আবহাওয়ার কারণে বড়দিন ওইংরেজি নববর্ষের উৎসবের মধ্যেই বিশ্বজুড়ে হাজারও ফ্লাইট বাতিল হয়েছে। ১ জানুয়ারি (শনিবার) বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল করা হয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, শনিবার বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে এক যুক্তরাষ্ট্রেই বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা আড়াইহাজারের বেশি।
বিশ্বব্যাপী আকাশপথে যাত্রীসেবা দেওয়া এয়ারলাইন্সগুলো মূলত ব্যাপকভাবে স্টাফ সংকটে পড়েছে।এয়ালাইন্সগুলোতে কর্মরত ক্রুদের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় এইসংকটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে প্রচন্ড তুষারপাত আবার ভ্রমণকারীদের জন্য বাড়তি দুর্ভোগ হিসেবেদেখা দিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টেরকারণে কর্মী সংকট এবং আবহাওয়া সম্পর্কিত সমস্যার কারণে আজকের (শনিবার) ফ্লাইটগুলোবাতিল করতে হয়েছে। ফ্লাইট বাতিলের কথা আমরা আগেভাগেই যাত্রীদের জানিয়ে দিচ্ছি। যাত্রীরাযেন তাদের টিকিট পুনরায় বুক করতে পারে বা নতুন পরিকল্পনা করতে পারে সেজন্যই আগেভাগেজানিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে শনিবারের ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা আজ রবিবারও বজায় থাকতে পারে। কারণযুক্তরাষ্ট্রে আরো তুষারপাত এবং ব্যাপক বাতাসের পূর্বাভাস রয়েছে।
শিকাগোর ও’হারা বিমানবন্দরে আটকে পড়া এক ভ্রমণকারী এবিসি নিউজকে জানান, ‘এটি অনেকলম্বা সময় এবং সময় কাটানোর এখন আর সুযোগও নেই। এটা অনেক লম্বা সময়।’
বিবিসি বলছে, গত ২৪ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ১২ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।