বরিশালে ইউএনওর বাসভবনে হামলা: মামলা প্রত্যাহারের সুপারিশ

বরিশালে গত বছরের আগস্টে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলার ঘটনায় ইউএনওর করামামলায় পর্যাপ্ত সাক্ষ্য না পাওয়ায় মামলার ২৮ আসামিকে দায় থেকে অব্যাহতি এবং মামলাপ্রত্যাহারের সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
এক মাস আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে যা এতদিনগোপন ছিল।
তদন্ত কর্মকর্তার মতে, 'এ ঘটনায় অন্তত ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু হামলার পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না থাকায় আসামিদের দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।'
বরিশালে গত বছর ১৮ আগস্ট সদর ইউএনওর বাসভবনে হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেসদর ইউএনও মুনিবুর রহমান মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ২৮নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
অন্যদিকে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ও এক বিসিসি কর্মকর্তা ইউএনও, ওসি ওআনসারদের বিরুদ্ধে ২টি মামলা করেন।