নেতারা দীর্ঘদিন দুর্নীতি করলে তা গ্রহণযোগ্য হয়ে ওঠে: ইমরান খান

তরুণদের দুর্নীতি ও যৌন অপরাধ থেকে ফেরাতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানেরপ্রধানমন্ত্রী ইমরান খান।
রবিবার পাকিস্তানের ন্যাশনাল রেহমাতুল-লিল-আলামিন অথরিটির আয়োজনে এই বৈঠক করেনতিনি। ইমরান খান এই দুই অপরাধের কুফল নিয়ে চিন্তিত বলেও জানান।
পাকিস্তানের পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের বিশ্বাস, ধর্ম ও নৈতিক মূল্যবোধের ওপরসামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যে আঘাত হানা হচ্ছে, তা থেকে রক্ষার উপায় খুঁজতে এবৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে ইমরান খান বলেন, ‘আমাদের সমাজে যৌন অপরাধ ব্যাপক হারেবাড়ছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, শিশুদের যৌন হয়রানি। এর এক শতাংশেরখবর পাওয়া যায়। ’
ইমরান খান বলেন, ‘যৌন অপরাধের বিরুদ্ধে সমাজের লড়াই করতে হবে। দুর্নীতি ক্ষেত্রেও একইপদক্ষেপ নিতে হবে। সমাজে দুর্নীতিবাজদের অগ্রহণযোগ্য করে তুলতে হবে। কিন্তু হতাশার বিষয়হলো আমাদের নেতারা যখন দীর্ঘদিন ধরে দুর্নীতি করে, তখন এই দুর্নীতি গ্রহণযোগ্য হয়ে যায়। ’