ইসরায়েলি হামলার প্রতিবাদে আগামী বুধবার সকাল ১১ টায় শান্তি পরিষদ এক ভার্চুয়াল প্রতিবাদ সভায় আয়োজন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনে নিরীহ নাগরিকদের উপর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হামলা ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েকদিনে ১৩৭ জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নারী এবং শিশুরাও এই হামলা থেকে বাদ পড়েনি।
মহামারীকালে এই হামলাকে ‘মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ’ আখ্যায়িত করে তা ঠেকাতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে শান্তি পরিষদ।
ফিলিস্তিনের জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিও পক্ষেও অবস্থান জানিয়েছে শান্তি পরিষদ।