নিহত আবু তাহের শেখ (৫০) রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের আবু সাঈদের ছেলে।
আহতরা হলেন ইকবাল হোসেন (৫০), তার স্ত্রী সাবিনা (৩৫), তাদের দুই মাস বয়সী সন্তান, অভয়নগরের পায়রা গ্রামের মুনছুর আলীর স্ত্রী সুফিয়া বেগম (৭০), রাজঘাট গ্রামের গোলাম রসুলের ছেলে রবিউল (৪৫) এবং পথচারী রাড়ীপাড়া গ্রামের দুলদুলের মেয়ে আয়েশা খাতুন (৭)।
ওসি মাহাতাব উদ্দিন জানান, দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। পথে খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গায় পৌঁছালে খুলনাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে অটোরিকশাটি চুরমার হয়ে যায় এবং ওই গাড়ির চালক আবু তাহের গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাইভেট কার ও দুর্ঘটনা কবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে।