আশরাফুলকে 'দেশদ্রোহী' বলায় নান্নুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুরপাল্টাপাল্টি বক্তব্যে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা রীতিমতো কথার লড়াইয়েনেমেছিলেন। যেখানে প্রকাশ্যে আশরাফুলকে 'দেশদ্রোহী ও ফিক্সার' বলেছেন নান্নু। এতে দুঃখপেয়েছেন আশরাফুল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নান্নুর এমন মন্তব্যে উত্তরও দিয়েছেন টেস্ট ক্রিকেটের অভিষেকেসর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। যদিও এর আগে নান্নুকে খোঁচা মেরেছেন আশরাফুল।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের নির্বাচকমণ্ডলীকেউদ্দেশ করে আশরাফুল বলেন, ‘একই ব্যক্তি একটি কাজ ১১ বছর ধরে করতে থাকলে আপনি একটাজায়গায় আটকে থাকবেন। নির্বাচক প্যানেল এমন হওয়া উচিত, যারাই হবেন তারা তিন-চার বছরেরজন্য দায়িত্ব পাবেন, একটা বিশ্বকাপ থেকে আরেকটা বিশ্বকাপ পর্যন্ত।এভাবে হলে আপনি ভিন্ন কিছুপাবেন, ভিন্ন কিছু ভাবনায় আসবে। ’
পরে ওই চ্যানেলেই গিয়ে মিনহাজুল আবেদনি আশরাফুলকে উদ্দেশ্য করে বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রধাননির্বাচক কত বছর ধরে কাজ করেছেন, সে ধারণা আশরাফুলের নেই। অস্ট্রেলিয়া কি ক্রিকেটে পিছিয়েগেছে? আমাদের সকলের জানা উচিত, প্রায় ৯ থেকে ১২ বছর ধরে কাজ করেছেন অস্ট্রেলিয়ার প্রধাননির্বাচক। সেখানে ও বলছে বিশ্বকাপ থেকে বিশ্বকাপ! কোন বিশ্বকাপ? বাংলাদেশ কি শুধু ওয়ানডেবিশ্বকাপ খেলবে, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, শুধু টেস্ট ক্রিকেট খেলবে? তাহলে কি ওয়ানডেরজন্য একটা, টেস্টের জন্য একটা, টি-টোয়েন্টির জন্য একটা নির্বাচক কমিটি লাগবে? যে সমস্তক্রিকেটার দেশদ্রোহী হয়ে, ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হয়, তাদের থেকে তো ভালো কোনো পরামর্শআশা করা যায় না।
নান্নুর এই বক্তব্যে তোলপাড় শুরু হয়। আশরাফুলও কষ্ট পেয়েছেন বলে ফেসবুক লাইভে জানান।সোমবার এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমেরপ্রশ্নের মুখে মুখ খুলেছেন। তিনি জানান, ‘আশরাফুল যেহেতু বর্তমান খেলোয়াড় আর সাবেকএকজন অধিনায়ক, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। কাউকেই এভাবেআক্রমণ করা ঠিক নয়।
আপনি একটা পদে আছেন বোর্ডে, ওই জায়গা থেকে এমন মন্তব্য না করাই ভালো ছিল। যেহেতুনির্বাচক কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে, আমি এটা নিয়ে তাদের সঙ্গে আলাপ করেছি। দেখা যাক, এটা নিয়ে আমরা বোর্ড সভাপতির সাথে আলাপ করবো। ’
এদিকে, ফেসবুক লাইভে আশরাফুলের অভিযোগ ছিল, তিনি নান্নুর বিরাগভাজন হওয়ার কারণেইএবারের বিসিএলে দল পাননি। মিনহাজুল-আশরাফুলের এমন মুখোমুখি অবস্থানে বিব্রত বিসিবি।