৩ দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে আমেরিকা

আফ্রিকার ৩ দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে আমেরিকা।শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর এই বাতিলের কথা জানায়। বিবৃতিতেবলা হয়েছে, ‘আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট’ এর অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনেরকারণে ওই তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, “গিনি আর মালিতে অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তন এবং ইথিওপিয়ারউত্তরাঞ্চলে সংঘাতের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকিৃত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাইডেন-হ্যারিস প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন।